ইলম বা তলবে ইলম সদাকার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এক্ষেত্রে সদাকার ফলাফল সাধারণ যেকোনো নেককাজের তুলনায় অনেক বেশি স্থায়ী ও সুদূরপ্রসারী। বরং সদাকা, সহযোগিতা বা ওয়াকফের মাধ্যমে এ খাতগুলো টিকিয়ে রাখা মুসলমানদের ঈমানী দায়িত্ব ও ফরয/ওয়াজিব আলাল কিফায়াহ।
এক্ষেত্রে আরো লক্ষণীয়:
১- মুআসসাসা একটি ওয়াকফ প্রতিষ্ঠান, ব্যক্তিমালিকানাধীন নয়।
২- সাধারণ সহযোগিতা বা সদাকা/ওয়াকফ ছাড়া মুআসসাসার আয়ের কোনো সোর্স নেই। যেহেতু পেইড শিক্ষাপ্রতিষ্ঠানের মত কোনো বেতন-ভাতা তালিবে ইলমদের পক্ষ থেকে নেয়া হয় না। বিপরীতে মাসিক খরচের দীর্ঘ তালিকা রয়েছে।
৩- মুআসসাসার খরচের খাতসমূহ জানতে এখানে ক্লিক করুন।
Account No: 01716143214