মিশকাতের রিজাল সংক্রান্ত শাইখ আবদুল হক দেহলবী রহ.-এর রচনা: কিতাব একটি না দুটি?
এ বিষয়ে হযরত মাওলানা সাঈদ আযীমপুরী দামাত বারাকাতুহুমের পক্ষ থেকে মতপ্রকাশের জন্য একটি রিসালা আসে (১৫ই রজব, ১৪৪৫)। হযরত বর্তমানে মুকাদ্দিমাতুশ শাইখ দেহলবী রহিমাহুল্লাহর ওপর একটি ব্যাখ্যাগ্রন্থ রচনা করছেন। আলহামদুলিল্লাহ, তিনি জানিয়েছেন, কাজ মোটামুটি শেষ।