مؤسسة وقفية تطوعية تعنى بشؤون المخطوط الإسلامي
A NON-profit institution for critical studies on Islamic manuscripts

প্রশ্ন: সালাতুত তাসবীহের নামায একবার শুরু করার পর ভঙ্গ হয়ে গেলে তা কি কাজা করতে হবে? (মাসিক দ্বীনি মজলিস- ২১. ০৯. ২০২৪)

ফতোয়া

উত্তর:
কয়েকটি বিষয় লক্ষণীয়:
প্রথমত- নফল নামায শুরু করলে তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। তাই কোনো কারণে নামায ভেঙে গেলে তা কাজা করতে হবে। দ্বিতীয়ত- নফল নামাযের প্রতি দুই রাকাতকে আলাদা অংশ হিসেবে গণ্য করা হয়। তাই, যদি চার রাকাতের নিয়তে নফল শুরু করা হয়, তাহলে প্রথমে প্রথম দুই রাকাত ওয়াজিব হয় এবং তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালে দ্বিতীয় দুই রাকাতও ওয়াজিব হয়ে যায়। সুতরাং, প্রথম দুই রাকাত পূর্ণ করার আগেই নামায ভেঙে গেলে শুধু প্রথম দুই রাকাত কাজা করতে হবে। আর যদি তৃতীয় বা চতুর্থ রাকাতে নামায ভাঙে, তবে প্রথম দুই রাকাত পূর্ণ বিবেচিত হবে এবং শুধু পরের দুই রাকাত কাজা করতে হবে।
সালাতুত তাসবীহও যেহেতু নফল নামায, তাই এ ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে সালাতুত তাসবীহ কাজা করার সময় তাসবীহ পড়া জরুরি নয়; শুধু দুই রাকাত নামায কাজা করাই যথেষ্ট।
(অনুলিখন: মাওলানা আবদুল কারীম)