উত্তর:
সাধারণভাবে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের ব্যাপারে ইসলামী দৃষ্টিকোণ হলো, এগুলো বিশেষভাবে সম্মানিত এবং এর প্রকৃত মালিকানা আল্লাহর; মানুষকে এসবের মালিকানা বা এতে হস্তক্ষেপ করার অধিকার দেওয়া হয়নি। তাই সাধারণভাবে যেকোনো মানবাঙ্গের ক্রয়-বিক্রয় ইসলামে নিষিদ্ধ। এ কারণে ‘মহিলাদের চুল’ ইসলামের দৃষ্টিতে ব্যবসাপণ্য হতে পারে না। সুতরাং এ ব্যবসা জায়েয হবে না এবং এ থেকে উপার্জিত অর্থও হালাল হবে না।
ব্যবসার অন্য কোনো পদ্ধতি না জানা গ্রহণযোগ্য ওযর হতে পারে না। রিজিকের অসংখ্য দরজা আল্লাহপাক খোলা রেখেছেন। শুধু চেষ্টা ও সদিচ্ছা প্রয়োজন। আল্লাহপাক ইরশাদ করেন: ”যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি কোনো না কোনো পথ বা সমাধান বের করে দেন। তার জন্য এমনভাবে রিযিকের ব্যবস্থা করেন, যা সে ধারণা করতে পারে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তিনিই তার জন্য যথেষ্ট…” (তালাক: ২-৩)
(অনুলিখন: মাওলানা আবদুল কারীম)