مؤسسة وقفية تطوعية تعنى بشؤون المخطوط الإسلامي
A NON-profit institution for critical studies on Islamic manuscripts

একটি ইলমী লাইব্রেরি প্রকল্প ও ফান্ডিং-এর সু্যোগ

a book shelf filled with lots of books

‘মুআসসাসাতুল মাআরিফ’ ইসলামী পাণ্ডুলিপি গবেষণার সাথে সম্পৃক্ত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান অপ্রকাশিত প্রাচীন ইসলামী পাণ্ডুলিপি ও কিতাবাদির প্রকাশনা, এবং সার্বিকভাবে উম্মাহর সংকট সমাধানে ইলমী গবেষণার ‘ওয়াজিব’ পূরণে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি পরিপূর্ণ ‘ওয়াকফ’ভিত্তিক (সাধারণ মুসলমানদের ওয়াকফ ও অনুদানভিত্তিক)। এখনো পর্যন্ত এর কোনো ফান্ডিং সার্কেল নেই। একটি লাইব্রেরি ছাড়া কাজ না চললেও এখনো মৌলিক অনেক প্রয়োজন বাকি থাকায় লাইব্রেরির জন্য ফান্ড সংগ্রহের ফিকিরও করা হয়নি।

ইতোমধ্যে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মুরুব্বী, প্রখ্যাত সিরিয়ান মুহাক্কিক শায়খ আব্দুল হাকীম আনীস সাহেবের মাধ্যমে দুবাইয়ে প্রতিষ্ঠানের জন্য “৪৭ কার্টুন” কিতাব হাদিয়া/ওয়াকফের প্রস্তাব আসে। আল্লাহপাকের বিশেষ রহমতে, প্রতিষ্ঠানের বহুল প্রতীক্ষিত ‘বিশেষায়িত ইলমী লাইব্রেরি’র ভিত্তি স্থাপনের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ। তবে দুবাই থেকে বাংলাদেশে কিতাবগুলো শিপিং করার মূল্য (+ শুল্ক) আসছে, প্রায় ৪ লক্ষ টাকা।

একসাথে শিপিং করতে না পারলে কার্টুনগুলো স্থানান্তর করা দুরূহ ব্যাপার হওয়ায় হাদিয়াদাতা হয়তো অন্য খাতে বন্টন করতে বাধ্য হবেন। কিতাবগুলোর মূল্যমান ও অতীব প্রয়োজনের দিকে লক্ষ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিতাবগুলো রিসিভ করে আগামী সপ্তাহেই শিপিং করার উদ্যোগ নিয়েছেন এবং এজন্য ফান্ড সংগ্রহের চেষ্টা করছেন।

উল্লেখ্য, সদাকায়ে জারিয়ার প্রকারগুলোর মাঝে ইলমের জন্য ওয়াকফ ও সদাকার ফযীলতই ভিন্ন। বিশেষত তা যদি উম্মতের ‘খাস ইলমী প্রয়োজন’ পূরণের জন্য হয়। আল্লাহপাক আমাদেরকে ‘সাদাকায়ে জারিয়া’র এই দুর্লভ সুযোগকে কাজে লাগানোর তাওফীক দান করুন। আমীন।

বি.দ্র.- এ খাতে প্রদত্ত যেকোনো অনুদান প্রতিষ্ঠানের লাইব্রেরির জন্য ওয়াকফ ও সাধারণ সদাকা গণ্য হবে। এটি যাকাতের খাত নয়, তাই যাকাতের অর্থ দেয়ার সুযোগ নেই। অনুদানের অর্থ নিম্নোক্ত একাউন্টে পাঠানো হবে। রেফারেন্সে Maarif লিখে দিতে হবে, অথবা ফোনে যোগাযোগ করে জানাতে হবে, অনুদানটি কোন প্রকল্পের জন্য।

Account No: 20501-24020-54128-15

AC holder name: Mohammad Taqi

Islami Bank Bangladesh Ltd. Anderkilla Branch, Chattogram, Bangladesh

প্রাসঙ্গিক প্রবন্ধ-নিবন্ধ

Uncategorized

“সহীহুল আসার” বা “তাসহীহু মাআনিল আসার” নামে পরিচিত একটি মাখতুতার বাস্তবতা

الحمدُ لله وسلامٌ على عباده الذين اصطفى، وبعد: পাটনার প্রসিদ্ধ খোদাবখশ কুতবখানার একটি মাখতুতা “সহীহুল আসার” বা “তাসহীহু মাআনিল আসার” নামে পরিচিতি পায়। খোদ কুতবখানার

Uncategorized

শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহ.-এর দরসী টীকা সম্বলিত সহীহ বুখারীর একটি নুসখা নিয়ে আলাপ: কয়েকটি বিনীত পর্যবেক্ষণ

🖊আবদুল কারীম আশরাফ   পাটনার খোদাবখশ কুতুবখানায় সংরক্ষিত সহীহ বুখারীর একটি প্রসিদ্ধ নুসখা নিয়ে গতকাল বিকেলে (১৮ জানুয়ারি, ২০২৫) অনলাইনে একজন পরিচিত ও শ্রদ্ধেয় আলেম,